আক্কেলপুরে পৌর এলাকাজুড়ে মাদক ব্যবসায়ীদের সংখ্যা একশতাধিকেরও বেশি
জয়পুরহাট আক্কেলপুর প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পৌর এলাকাজুড়ে মাদক ব্যবসায়ীদের সংখ্যা একশতাধিক ছাড়িয়ে গেছে, মাদক বিক্রি হচ্ছে বিভিন্ন কৌশলে যেমন অটোরিকশা চালক ভেসে কেউবা আবার পানের দোকানে বসে আবার কেউবা মোটরসাইকেলে ভদ্রবেশে এমনকি বিকাশে টাকা পাঠিয়ে দিলে মাদক হোম ডেলিভারিও করছে আক্কেলপুরের শীর্ষ বেশ কিছু মাদক ব্যবসায়ীরা যাদের কাছে হাত বাড়ালেই মিলছে মাদক যেন এক সীমান্তবর্তী এলাকা হয়ে উঠেছে আক্কেলপুর পৌর শহর।
২০১৫ সালে আক্কেলপুর থানার সাবেক অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলামের নিজস্ব উদ্যোগে আক্কেলপুর উপজেলার সকল মাদক ব্যবসায়ীদের এক মঞ্চে দাঁড় করিয়ে তাদের শপথ করিয়ে নেন এবং তাদের পুর্ণবাসন করে দেন যেমন অটোরিকশা, ভ্যান, রিক্সা, সেলাই মেশিন, এবং নগত অর্থ সহ বিভিন্ন সহযোগীতা করে মাদক ব্যবসায়ীদের ভালো পথে ফিরিয়ে এনে আক্কেলপুর উপজেলাকে মুক্ত ঘোষণা করেছিলেন।
কয়েক মাস পর ওসি আশরাফুলের বদলি হয়ে চলে যান তবুও আক্কেলপুরে মাদক ব্যবসা বন্ধ ছিলো।
কিন্তু হঠাৎ করে ২০১৬ শেষের দিক থেকে আবারো আক্কেলপুরে শুরু হয় জমজমাট মাদক ব্যবসা যে মাদক বিক্রির প্রতিবাদ করে ২০১৭ সালে ১৫ অক্টোবর তাহার ফেইসবুক আইডি থেকে একটি স্ট্যাটাসে আক্কেলপুর কে মাদক মুক্ত ঘোষণা করার অঙ্গীকার করেন, আক্কেলপুর পৌর আওয়ামীলীগ এর যুগ্ম - আহবায়ক, জয়পুরহাট জেলা পরিষদের ১৪ নং ওয়ার্ড সদস্য,আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,জনাবঃ মোহাম্মদ আব্দুর রহিম স্বাধীন মাস্টার।
যে অঙ্গীকারের পরেও আক্কেলপুরে মাদক ব্যবসা বন্ধ নেই বরং দিনদিন মাদক ব্যবসায়ীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
যেমন আক্কেলপুর পৌর এলাকায় বর্তমানে, ইয়াবা,ইরোইন,ফেন্সিডিল বিক্রেতার মাদক ব্যবসায়ীদের তালিকায় শীর্ষ পর্যায়ে আছে, আক্কেলপুর পশ্চিম আমট্রেরের বাসিন্দা মাদক সম্রাট মোঃ জনি (৩০) একই এলাকার বাসিন্দা, মোঃ মাসুদ (৪০) আনিসুর রহমান (৩১) মোছাঃ পর্মিলা বেগম (৩৮) মোছাঃ আসমা বেগম (৪৩) এবং আক্কেলপুর চৌধুরী পাড়ার বাসিন্দা মোঃ ফারুক হোসেন (৩২) মোঃ রকিক হোসেন (২২) মোঃ হিরা রহমান (৪০) মোঃ রশিদ মন্ডল (৪৯) মোঃ বাবু উরুফে খুটা বাবু (৪৮) মোছাঃ পারুল বেগম (৩৫) মোছাঃ পারভিন (৩৮) মোঃ ফিস সরদার (৪২) এবং পশ্চিম হাস্তাবসন্তপুরের বাসিন্দা মোঃ মুন্টু (৪৯) মোঃ রনি (২৮) কলেজ বাজারের বাসিন্দা মোঃ আরমান হোসেন (৪০) বিশা (৩৪) সোনামুখীর বাসিন্দা মোঃ সালাম (৪৮) কাজী পাড়ার বাসিন্দা মোঃ এরশাদুল রহমান (৩০) সহ আরো অনেকেই আছে আবার এমন কিছু মাদক ব্যবসায়ীরা আছেন যারা বাজারের কিছু প্রভাবশালীদের আশ্রয়ে থেকে মাদক বিক্রি করছে এমন অসংখ্য মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে এবং বিভিন্ন কৌশলে প্রতিদিন মাদক বিক্রি চালিয়ে যাচ্ছেন তারা।
যাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মাদক সম্রাট মাদক ব্যবসায়ী মোঃ জনি আর মোঃ মাসুদ যারা শুধু খুচরাই মাদক বিক্রি করে না এবং তারা পাইকারি মাদক সেলার হিসেবে নাম লিখিয়েন। যাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একাধিক মাদক বিক্রির মামলাও আছে। এমনকি এইসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকরা প্রতি সপ্তাহে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ করেও তাদের মাদক ব্যবসা বন্ধ করতে পারছে পুলিশ।
উক্ত মাদক ব্যবসায়ীদের বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুল ইসলামের সাথে কথা বলতে গিয়ে তাকে না পেয়ে উক্ত থানার এএসআই ওবায়েদুল রহমান বলেন এরা সবাই মাদক ব্যবসায়ী তা আমরা জানি কিন্তু প্রমাণ ছাড়া তাদের কিভাবে গ্রেপ্তার করি এমকি তাদের সকলের নামে থানায় মাদক মামলাও আছে, তিনি আরো বলেন আমরা পুলিশ যদি তাদের মাদক ছাড়া গ্রেপ্তার করে থানাই নেই তখন দেখা যায় আপনাদের মতো কিছু জনপ্রতিনিধিরা পুলিশেরই বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাদের সুপারিশ করে থানা থেকে ছেড়ে নিয়ে যায়।